তারিখ : ২৭/০৪/২০২৪ ইং
বরাবর,
প্রশাসনিক কর্মকতা,
সাপ্পোরো
ডেন্টাল কলেজ,
আব্দুল্লাহপুর,
ঢাকা।
বিয়ষ : ভুল স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থণা
করে আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি .......................... আপনার প্রতিষ্ঠানে
দীর্ঘ ২২ বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছি। বিগত ২৩/০৪/২০২৪ ইং তারিখে জনাব মোঃ
রিপন স্যার আমাকে ফোন দিলে আমার মোবাইলে চার্জ না থাকায় এবং মোবাইল চার্জে থাকার
কারনে আমি স্যারের কলটি রিসিভ করতে পারিনি। এ কারনে স্যারের প্রয়োজনে আমি তৎক্ষণাত
স্যারের সাথে দেখা করতে পারিনি। আমি বিষয়টি বিনয়ের সাথে অনুধাবন করতে পেরেছি এবং
আমি নিজের ভুল স্বীকার করছি। আগামীতে আর এমনটি হবে না এই মর্মে আমি সর্বদা সচেষ্ট
থাকবো ইনশাআল্লাহ্।
অতএব,
জনাবের সমীপে আমার আকুল আবেদন এই যে, বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে
ক্ষমা করতে আপনার মর্জি হয়।
বিনীত
নিবেদক
(..........নাম...............)
ওয়ার্ড
বয়
সাপ্পোরো
ডেন্টাল কলেজ,
আব্দুল্লাহপুর,
ঢাকা।
মোবাইল
: ০১৯..............৫০
{getProduct} $button={Download Now} $price={Free} $free={yes} $icon={download}