গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বরাবর, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকা-বাংলাদেশ।
“বিবাহের হলফনামা”
আমরা, সুমাইয়া ঐশী, পিতা- মোঃ রানা হাওলাদার, মাতা- মোসাঃ হোসনেয়ারা শিখা, সাং- বাসা- খ-৮০/৩, গ্রামঃ তালেরটেক, জোয়ার সাহারা, ডাকঘরঃ খিলক্ষেত-১২২৯, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা, ধর্ম- ইসলাম, পেশা-গৃহিনী, জাতীয়তা-বাংলাদেশী, জাতীয় পরিচয় পত্র নং- ৬৯১..............২২৬ ।
- হলফকারীনি।
এবং
মোঃ জাহাঙ্গীর মাতব্বর, পিতা-মরহুম নুর উদ্দিন, মাতা-জরিনা বেগম, সাং-বাসা/হোল্ডিৎ-খ-৮৪/১, প্রাম/রাস্তা-দক্ষিণ নামাপাড়া, জোয়ার সাহারা, ডাকঘরঃ খিলক্ষেত-১২২৯, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা, ধর্ম-ইসলাম, পেশা-চাকুরী, জাতীয়তা-বাংলাদেশী , জাতীয় পরিচয় পত্র নং-১৯৭............১৮৬ ।
- হলফকারী।
পরম করুণাময় মহান আল্লাহ্ তায়ালার নাম স্মরণ করিয়া এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,
১। আমরা ঊভয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনমান্যকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা এবং আমরা উভয়ে উভয়ের প্রতি এবৎ আমাদের ভবিষ্যৎ ভাল মন্দ বিচার বিশ্লেষণ করিয়া যে কোন বৈধ আইনগত সিদ্ধান্ত নেওয়ার অধিকারীনি ও অধিকারী বটে ।
২। যেহেতু, আমরা পরস্পর প্রাপ্ত বয়স্কা/বয়স্ক, নিজেদের ভাল-মন্দ সহ যাবতীয় বিষয়ে যে কোন সঠিক সিদ্ধান্ত নেওয়ার মত আইনত উপযুক্ত ব্যক্তি বটে ।
চলমান পাতা-০২
পাতা নং-০২
৩। যেহেতু, আমরা দীর্ঘ দিন যাবৎ একে অপরের সহিত কথাবার্তা বলিয়া পরিচিত হইয়া ভালভাবে চিনিয়াছি ও জানিয়াছি । তাই উক্ত চেনা- জানার সুবাদে আমাদের উভয়ের মধ্যে প্রেমের সঞ্চার ঘটে এবং এক পর্যায়ে পরস্পর পরস্পরকে মন দেয়া-নেয়ার মাধ্যমে গভীরভাবে ভালবেসে ফেলিয়াছি । আমাদের এই ভালবাসা বর্তমানে গভীর থেকে আরও গভীরতর রূপ লাভ করায় আমরা এই মর্মে সিন্ধান্ত নিয়েছি যে, আমরা ঊভয়ে ঊভয়ের অভিভাবকগণের সম্মতিতে ও উপস্থিতিতে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইব । এরই ধারাবাহিকতায় অত্র হলফনামায় আমাদের নিজ নিজ নাম দস্তখত করতঃ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম এবং একে অপরকে স্বামী-স্ত্রী হিসাবে গ্রহণ করিলাম ।
৪) অদ্য হইতে আমরা পরস্পর ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সর্বত্র সর্বাবস্থায় সর্বস্থানে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত হইব ও হইলাম এবং একে অন্যের সুখে-দুঃখে ইসলামী শরা-শরীয়ত মোতাবেক আজীবন ঘর-সংসার ও দাম্পত্য জীবন অতিবাহিত করিব ।
৫) যেহেতু, আমি ০১ নং হলফকারিনী একজন সাবালিকা এবং ০২ নং হলফকারীর সহিত আমাদের প্রেমের সম্পর্ক থাকায় বিগত ৩১/১০/২০২৪ ইং তারিখে আমাদের উভয়ের পরিবারের অভিভাবকগণ একত্রিত হইয়া এই মর্মে সিদ্ধান্তে উপনীত হন যে, আগামী ০১/১১/২০২৪ ইং তারিখে মৌলভীর মাধ্যমে আমাদের কবুল পড়ানোর মাধ্যমে বিবাহ কার্য্য সম্পন্ন করিবেন এবং আমরা ঊভয়ে ঊভয়ের অভিভাবকগণের সহিত আলোচনা করতঃ এবং অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায়, স্বজ্ঞানে অত্র বিবাহ মুসলিম আইন ও ইসলামী শরা-শরিয়ত মোতাবেক ওয়াসিল ব্যতীত দেনমোহর বাবদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ধার্য্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম ।
চলমান পাতা-৩
পাতা নং-৩
আমি ১নং হলফকারিনী অদ্য হইতে ২ নং হলফকারীকে স্বামী হিসাবে মর্যাদা প্রদান করিব এবৎ তাহার কথামত সর্বদা চলিব । আমি ২ নং হলফকারী ১নং হলফকারিনীকে স্ত্রীর মর্যাদা প্রদান করিব। কোন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করিব না।
উপরোক্ত ঘোষণা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য ও সঠিক জানিয়া স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় অদ্য মাননীয় ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক, ঢাকা এর কার্যালেয় উপস্থিত হইয়া অত্র হলফনামায় নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিলাম। ইতি তারিখ-০১/১১/২০২৪ ইং।
স্বাক্ষীগনের স্বাক্ষরঃ ০২। ০৩। ০৪।
|
১।
২। হলফকারীদ্বয়ের স্বাক্ষর |
হলফকারীদ্বয় আমার সম্মূখে অত্র হলফনামায়
তাহাদের স্বাক্ষর প্রদান করিয়াছেন। আমি তাহাদের স্বাক্ষর সনাক্ত করিলাম।
আইনজীবি |