টাকা লেনদেনের চুক্তিপত্র নমুনা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
টাকা লেনদেনের চুক্তিপত্র

০১। মোঃ মাহ্তাব হোসেন, পিতা— মৃত আব্দুর রশিদ, ঠিকানা— গ্রাম— মহাডাঙ্গা, পোঃ নোনাহার, উপজেলা— পোরশা, জেলা— নওগাঁ। পেশা— চাকুরী, জাতীয়তা— বাংলাদেশী, ধর্ম— ইসলাম। জাতীয় পরিচয় পত্র নং— ৬৪১৭৯১৫৩৪১৯৮৫।
........... প্রথম পক্ষ (দাতা)। 

০২। মোঃ আশিকুর রহমান, পিতা— মৃত আইয়ুব আলী তালুকদার, ঠিকানা— গ্রাম— জংগাল পাশা, পোঃ তাড়াইল, উপজেলা— ভাঙ্গা, জেলা— ফরিদপুর। পেশা— ব্যবসা, জাতীয়তা— বাংলাদেশী, ধর্ম— ইসলাম। জাতীয় পরিচয় পত্র নং— ৬৪৫৫৫০৩৩৩১।
........... দ্বিতীয় পক্ষ (গ্রহিতা)। 

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরন করিয়া অত্র টাকা লেনদেনের চুক্তিপত্রের বয়ান আরম্ভ করিলাম।  নিম্নের শতার্বলী দেওয়া হলোঃ

চুক্তির শর্ত সমূহঃ
০১। ১ম পক্ষ ২য় পক্ষকে ধার হিসেবে নগদ ১,০০,০০০/— (এক লক্ষ) টাকা প্রদান করিলেন। 

০২। ২য় পক্ষ উক্ত টাকা তাহার নিজ ব্যবসার কাজে খরচ করিবেন এবং ১ম পক্ষকে উক্ত টাকার বিপরীতে প্রতি মাসে ৫,০০০/— (পাঁচ হাজার) টাকা প্রদান করিবেন। উক্ত টাকা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ১ম পক্ষকে প্রদান করিতে বাধ্য থাকিবেন। ব্যবসায়িক ক্ষতি হইলে ১ম পক্ষ উক্ত ক্ষতির অংশ বহন করিবেন না। 

চলমান পাতা—২
পাতা—০২

০৩। ২য় পক্ষ উক্ত টাকা কোন অবৈধ ব্যবসায় বিনিয়োগ করিতে পারিবেন না। যদি করে থাকেন তাহলে ১ম পক্ষ ইহাতে কোন দায় ভার গ্রহন করিবেন না। 

০৪। উক্ত টাকার মেয়াদ ৬ (ছয়) মাস। এই ৬ (ছয়) মাস মেয়াদ শেষ হওয়ার মধ্যে অথবা শেষ হওয়ার পরে ২য় পক্ষ ১ম পক্ষকে উক্ত ১,০০,০০০/— (এক লক্ষ) টাকা পরিশোধ করে দিতে বাধ্য থাকিবেন। অথবা উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে সময় বৃদ্ধিও করিতে পারিবেন। 

০৫। উক্ত ১,০০,০০০/— (এক লক্ষ) টাকা ব্যবসায় খাটানোর পরেও ব্যবসার কোন ক্ষতি বা ব্যবসা প্রতিষ্ঠান লসে থাকিলে এর জন্য ২য় পক্ষ বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আশিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক, ব্রাভো ফুড এন্ড বেভারেজ লিঃ ঢাকা বাংলাদেশ ব্যক্তিগত ভাবে দায়ী থাকিবেন এবং ১ম পক্ষের আসল ১,০০,০০০/— (এক লক্ষ) টাকা উনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিতে না পারিলে নিজ দায়িত্বে নিজের ব্যক্তিগত টাকা বা সম্পত্তি হইতে এই ১,০০,০০০/— (এক লক্ষ) টাকা ১ম পক্ষকে দিতে বাধ্য থাকিবেন। 

০৬। উপরোক্ত শর্তগুলো উভয় পক্ষ মানিয়া চলিব, কেহ অমান্য করিলে উভয় পক্ষ আইননানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন। 


চলমান পাতা—০৩
পাতা—০৩

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য শরীরে অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিনামা দলিল পাঠ করিয়া ও অন্যের দ্বারা পাঠ করাইয়া উহার মর্ম ও ফলাফল ভালভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষীগণের মোকাবেলায় আমরা উভয় পক্ষ নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিয়া দিলাম।  

অত্র দলিল ০৩ পাতায় কম্পিউটার টাইপকৃত এবং স্বাক্ষী ০২ জন বটে। 

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ

০১।                                                                         ১ম পক্ষ দাতার স্বাক্ষর



০২।                                                                         ২য় পক্ষ গ্রহিতার স্বাক্ষর


Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky