র‍্যাব এর নিকট অপহরণ ও মুক্তিপণ দাবীর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন

তারিখঃ ৩০/১০/২০২৪ ইং

বরাবর,
অধিনায়ক,
র‌্যাব—০১,
উত্তরা, ঢাকা—১২৩০।

বিষয়: আমার চাচাতো ভাইকে অপহরণ ও মুক্তিপণ দাবীর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন প্রসঙ্গে।

জনাব.
আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ .................... (৫২), পিতাঃ মোঃ ............... খন্দকার, মাতাঃ মোসাঃ ............... বেগম, জাতীয় পরিচয়পত্র নং: ৬৪০০০০১৪০, ঠিকানাঃ (বর্তমান)-বাসা-০০, রোড-০০, সাত মসজিদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। স্থায়ী ঠিকানাঃ গ্রাম –উনকিলা, ডাকঘরঃ উনকিলা, থানাঃ শাহরাস্তি, জেলাঃ চাঁদপুর, মোবাইল নং–01847-0.........94

এই মর্মে জানাইতেছি যে, আমার আপন চাচাতো ভাই মোঃ কালাম (৩০), পিতা- ...................., মাতা- ..................., ঠিকানাঃ সাং-................., পোঃ ................., থানা-.............., জেলা-চাঁদপুর, মোবাইল- 01864-................97. গত 27/10/24 ইং তারিখ সময় আনুমানিক দুপুর 01.30 ঘটিকায় উত্তরাস্থ 13 নং সেক্টর জমজম টাওয়ার এর আশপাশ এলাকা হতে নিখোঁজ/অপহরণ হয়ে যায়। নিখোঁজের দিন ২৭/১০/২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ৪.৩০-৫.০০ ঘটিকায় ভিকটিমের 01864-1.........7 মোবাইল নাম্বার থেকে তার মায়ের মোবাইল নাম্বারে 01318-8.......4 অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ দাবী করে। এর পরে থেকে অদ্যাবধি তারা মুক্তিপন চেয়ে যোগাযোগ করছে। তারা ভিকটিমকে শারিরীক নির্যাতন করে এবং টাকা দিতে দেরি করলে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ভিকটিমের কান্নাকাটির আওয়াজ শুনে তার মা অসহায় হয়ে ভিকটিমের মোবাইলের নগদ নাম্বারে 01688-7.............8 নাম্বার থেকে রাত ৯.০৩ মিনিটে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পাঠান। কিন্তু অপহরণকারীরা তাদের দাবী অনুযায়ী ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার জন্য ভিকটিমকে প্রচুর শারিরীক নির্যাতন করতে থাকে এবং বাকী টাকা না দিলে মেরে ফেলার অব্যাহত হুমকি দিতে থাকে। ভিকটিমের মোবাইল নাম্বারটি সচল রয়েছে এবং অপহরণকারীরা তা ব্যবহার করে ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করছে। ভিকটিমের কান্না শুনিয়ে তার মা-বোন সহ অন্যান্য আত্মীয়-স্বজনকে প্রতিনিয়ত টাকার জন্য ফোন করে হুমকি দিয়ে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে।

উপরোক্ত বিষয়টি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডাইরীভুক্ত করা হয়েছে এবং থানার দায়িত্বরত কর্মকর্তার পরামর্শক্রমে অধিকতর কার্যক্রমের জন্য আপনাদের স্মরণাপন্ন হলাম।

নিখোঁজ ব্যক্তির বিবরণঃ- নাম- মোঃ ................, ঠিকানাঃ-সাং- ................, পোঃ ..............., থানাঃ .............., জেলা- চাদপুর, বয়সঃ-৩০ বছর।

শারীরিক বর্ননাঃ উচ্চতা-৫ ফিট ৬ ইঞ্চি, গায়ের রং- উজ্জল শ্যামলা, শারীরিক গঠন- মাঝারী, পেষাক-পরিচ্ছদঃ- শার্ট প্যান্ট পরিহিত।

এমতাবস্থায়, একজন অসহায় মায়ের আকুতি ও আমার চাচাতো ভাইকে অপহরণকারীদের হাত থেকে জীবিত উদ্ধার করতে উক্ত অপহরণ ও মুক্তিপণ দাবীর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আপনার নিকট বিনীতভাবে অনুরোধ করছি।

বিনীত


(মোঃ ..................)
মোবাইল-01847-0.............4

Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky