অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা

বিসমিল্লাহির রাহমানির রাহীম
অফিস ভাড়ার চুক্তিপত্র
মোঃ মঞ্জুরুল হক, পিতাঃ মোঃ নুরু মিয়া, মাতাঃ আছিয়া বেগম, ঠিকানাঃ বাসা/হোল্ডিং— এইচ—৪২৪/৯, গ্রাম/রাস্তা: বাওথার, ডাকঘরঃ কাচকুড়া—১২৩০, উত্তরখান, ঢাকা। এনআইডিঃ ৮০০ ৭০০ ০০৬১, জাতীয়তা—বাংলাদেশী, ধর্ম—ইসলাম।
.............. প্রথম পক্ষ (অফিস মালিক)।

আশিকুর রহমান, পিতা— মাহবুবর রহমান, মাতা: নাজমুন নেছা, ঠিকানা: গ্রাম/রাস্তাঃ রসুলপুর, ডাকঘরঃ রসুলপুর—৯৪০০, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা। মোবাইল নং— ০১৭৩৩—০২০০১০, এনআইডি নং— ৭০০ ৭০০ ৪৬৯২। জাতীয়তা—বাংলাদেশী, ধর্ম—ইসলাম, পেশা— ব্যবসা।
............. দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া)।

পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে অত্র ভাড়া চুক্তিনামা লিখিতে আরম্ভ করিলাম। প্রথম পক্ষ রুম নং—০১, ৩য় তলা, কুশল সেন্টার, সেক্টর—০৩, উত্তরা, ঢাকাস্থিত ভবনের ১০০ স্কয়ার ফিট কক্ষটি ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে আপনি দ্বিতীয় পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে নিম্নে শর্ত সাপেক্ষে সম্মত হন।

ভাড়ার চুক্তির শর্তাবলী
১। উক্ত চুক্তি মেয়াদ ১লা জুন ২০২৪ ইং হইতে ১০ (দশ) বৎসর কাল বলবৎ থাকিবে। পরবতীর্ সময়ের জন্য ২য় পক্ষ ভাড়া নিতে চাইলে এবং ১ম পক্ষ ভাড়া দিতে চাহিলে আলাপ আলোচনায় সমঝোতার ভিত্তিতে ২য় পক্ষ পরবতীর্ সময়ের জন্য চুক্তি নবায়ন করিতে পারিবেন। উক্ত অফিস ভাড়া প্রতিমাসে ৫,০০০/— (পাঁচ হাজার) টাকা ধার্য্য করা হইল, যাহা দ্বিতীয় পক্ষ পরবতীর্ মাসের ০১ তারিখ হইতে ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করিবেন।

চলমান পাতা—০২
 
পাতা  নং- ০২
১। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে অগ্রিম বাবদ ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করিলেন, যাহা ভাড়া হইতে কর্তন হইবে না। 

২। ২য় পক্ষ অত্র ভাড়াকৃত স্থানে বাংলাদেশ সরকার বিরোধী বা আইন শৃঙ্খলা পরিপন্থী কোন অবৈধ ব্যবসা বা কার্যকলাপ চালাইতে পারিবেন না এবং ২য় পক্ষ এমন কোন অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরী করিবেন না, যাহা অবাঞ্চিত পরিস্থিতি তৈরী হয়, যদি করেন তা হইলে ১ম পক্ষকে অফিস কক্ষটি বুঝাইয়া দিবেন।

৩। ২য় পক্ষ বিদ্যুৎ এবং পানির বিল যাহা খরচ করিবেন তাহা প্রতি মাসে ১ম পক্ষকে প্রদান করিবেন।

৪। ২য় পক্ষ প্রতি চলতি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে কক্ষের ভাড়া প্রদান করিবেন এবং পর পর ৩ (তিন) মাস সঠিক নিয়েমে ভাড়া প্রদান না করিতে পারিলে ডিফল্ডার হিসাবে গণ্য হইবেন এবং ১ম পক্ষকে কক্ষটি বুঝাইয়া দিবেন।

৫। ২য় পক্ষ মূল কাঠামো ঠিক রাখিয়া নিজের পছন্দমত নিজ খরচে ডেকোরেশন করিতে পারিবেন এবং ছাড়িয়া যাওয়ার সময় ভাড়া নেওয়ার অবস্থায় যেভাবে ছিল সেভাবে ১ম পক্ষকে কক্ষটি বুঝাইয়া দিবেন। ২য় পক্ষ মেয়াদের পূর্বে ছাড়িয়া দিতে চাহিলে ১ম পক্ষকে ০৩ (তিন) মাসের আগাম লিখিত কিংবা মৌখিক নোটিশ প্রদান করিবেন।

৬। উল্লেখ্য যে, সাধারন নিয়মে সকাল ০৮ (আট) টা হইতে রাত ০৮ (আট) ঘটিকা পর্যন্ত অফিস করা যাইবে এবং বন্ধের দিন নিয়ম অনুযায়ী বন্ধ থাকিবে।
চলমান পাতা —০৩
 
পাতা নং- ০৩
উপরোক্ত শর্ত সমূহ মানিয়া আমরা উভয় পক্ষ একমত হইয়া শর্ত সমূহের মর্ম বুঝিয়া পড়িয়া উপস্থিত স্বাক্ষীগণের সামনে অগ্রিম টাকা নিয়া বা পাইয়া অত্র চুক্তিপত্র আমরা উভয় পক্ষ স্বজ্ঞানে, স্বইচ্ছায় এবং অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিপত্রে স্বাক্ষর দান করিয়া চুক্তিপত্র সম্পাদন করিলাম।

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ

০১।

০২।

০৩।

 

প্রথম পক্ষের স্বাক্ষর (মালিক)

 

 দ্বিতীয় পক্ষের স্বাক্ষর (ভাড়াটিয়া)


Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky