বরাবর,
অধিনায়ক
র্যাব—০১
উত্তরা, ঢাকা—১২৩০।
বিষয়ঃ হারানো মোবাইল উদ্ধার প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি শিমু আহমেদ, পিতা—আব্দুল কাদের, মাতা—আছিয়া খাতুন, বাড়ি#৭/১, কালিবাড়ি, বাউনিয়া, তুরাগ, ঢাকা-১২৩০। আমার জাতীয় পরিচয়পত্র নং-৭৭৬৯২১৩৪১৯। এই মর্মে আমি র্যাব-০১ এ আসিয়া লিখিতভাবে আবেদন করিতেছি যে, গতকাল ০৪/০৭/২০১৯ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় রাজলক্ষ্মী থেকে বাউনিয়া যাওয়ার পথে আমার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি A7 সেটটি হারিয়ে যায়। যাহার IMEI নং—৩৫৮১৬৮০৭৩৩৯৩০২০। যাহাতে SIM Number ছিল ০১৭৮৯২৬৭৫৪৭, ০১৭৩৬২৬৩৫৫৬।
এমতাবস্থায় আমি আশঙ্কা করি যে, আমার মোবাইল ফোন দিয়ে অনৈতিক কোনো কাজ অথবা কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করার আশঙ্কায় আছি। তাই আমার মোবাইল ফোনটি দ্রুত ফিরিয়ে দিতে সাহায্য করার জন্য অনুরোধ করছি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা আমার উক্ত স্যামসাং গ্যালাক্সি A7 সেটটি দ্রুত উদ্ধার করতে জনাবের মর্জি হয়।
নিবেদক
শিমু আহমেদ