না দাবী অঙ্গীকারনামা নমুনা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
না দাবী অঙ্গীকারনামা
আমি মোকছেদুল ইসলাম, পিতাঃ মৃত কছির উদ্দিন, মাতাঃ মৃত উম্মে কুলছুম, বর্তমান ও স্থায়ী ঠিকানাঃ বাসা/হোল্ডিং-এ এফ-৪ রিগ্যাল হাইটস, গ্রাম/রাস্তা-১, দক্ষিন কল্যানপুর, ডাকঘরঃ কল্যানপুর-১২০৭, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা। জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম, জাতীয় পরিচয় পত্র নং- ২৬৯৪৮১১০১৮৬৪৫, ই-টিন নম্বর- ২৬১৪৩০৪৪৬৪২৯।

এই মর্মে হলফপূর্বক স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে, ঢাকা জেলার পল্লবী থানাধীন বাউনিয়া মৌজস্থিত মিরপুর ডিওএইচএস এর ৩২০ বর্গগজ জমি বিশিষ্ট ৮৯৯ নং প্লটে নির্মিত বাড়ীর ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, তলার ২২৪২.৯৯ বর্গফুট আয়তনের ফ্ল্যাটগুলো (ডেভেলপার এর অংশ) ও নীচতলায় ০১ টি করে কার পার্কিং স্থান, আনুপাতিকহারে অবিভক্ত/অচিহ্নিত জমি, গ্যাস, পানি, ও বিদ্যুৎ সুবিধাসহ আমি নিম্ন স্বাক্ষরকারী ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হই। পরবর্তিতে প্লট মালিক ব্রিঃ জেনাঃ এনামুল হক চৌধুরী (অবঃ) কর্তৃক আমার নামে হস্তান্তরের প্রস্তাব ইতোমধ্যে দাখিল করা হইয়াছে। 

চলমান পাতা-০২

পাতা-০২
কিন্তু বর্তমানে আমার ব্যক্তিগত অসুবিধার দরুন উক্ত ফ্ল্যাটগুলো হস্তান্তর গ্রহন করা সম্ভব হইতেছে না বিধায় উক্ত ফ্ল্যাটগুলো প্লট মালিক কর্তৃক পর্যায়ক্রমে, ২য় তলাটি মল্লিক নাসিম আহসান, পিতাঃ মল্লিক আহমেদ আলী, মাতাঃ রওশন আরা বেগম। ৪র্থ তলাটি মোঃ মাহফুজুল ইসলাম, পিতাঃ আবু আনিস মোঃ হাবিবুল ইসলাম, মাতাঃ নারগিস আরা বেগম। ৬ষ্ঠ তলাটি শাহান আরা হক, পিতাঃ কে, এম, শামসুল হক, মাতাঃ বেগম হামিদা হক, স্বামীঃ মল্লিক নাসিম আহসান এর অনুকূলে বিক্রয়/হস্তান্তর করা হইলে ইহাতে আমি বা আমার স্থলবর্তী পরবর্তী অলিওয়ারিশানগনের কোন প্রকার দাবি দাওয়া বা কোন প্রকার ওজর আপত্তি চলিবে না। করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে।

চলমান পাতা-০৩

পাতা-০৩
এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে, সুস্থ শরীরে ও সুস্থ মস্তিস্কে অত্র হলফনামায় লিখিত বিবরণ সত্য ও সঠিক স্বীকার করিয়া নিম্নোক্ত স্বাক্ষীদ্বয়ের সম্মুখে আমার নিজ নাম সহি সম্পাদন করিলাম।


স্বাক্ষীর নাম ও ঠিকানাঃ                                                                                              হলফকারীর স্বাক্ষর

১।

২।                                                                                                                                মোকছেদুল ইসলাম



"হলফকারীনি আমার সম্মুখে অত্র
অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়াছেন।
আমি তাহাকে সনাক্ত করিলাম।


আইনজীবীর স্বাক্ষর

Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky