তারিখঃ ১৮/০২/২০২৪ ইং
বরাবর
হেড অফিস
সিরাজ চুইগোস্ত,
বসুন্ধরা, ঢাকা-১২১২।
বিষয়ঃ পরীক্ষার কারনে ছুটির জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি .............................................., পিতাঃ ............................................., সিরাজ চুইগোস্ত, উত্তরা শাখায় ওয়েটার হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত আছি। আমার অনার্স ১ম বর্ষ ফাইনাল পরীক্ষার কারনে আগামী ২১/০২/২০২৪ ইং তারিখ হইতে ১০/৩/২০২৪ ইং তারিখ পর্যন্ত মোট ১৯ দিন ছুটি একান্তই প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ১৯ দিনের ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত নিবেদক
(মোঃ আব্দুল্লাহ)
পদবীঃ ওয়েটার
আইডি নাম্বারঃ ০৩-৫২৫২
সিরাজ চুইগোস্ত, উত্তরা শাখা, ঢাকা-১২৩০।