গাড়ীর দায়বদ্ধ নাম কর্তনের জন্য আবেদন/ অঙ্গীকারনামা

অঙ্গীকারনামা

বরাবর,
সহকারী পরিচালক (ইঞ্জিঃ)
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল (উঃ)
মিরপুর-১৩, ঢাকা-১২১৩।

বিষয়ঃ ................................... নং গাড়ীর দায়বদ্ধ নাম কর্তনের জন্য আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী..................................................... পিতাঃ..................................................... মাতাঃ............................................ জাতীয় পরিচয় পত্র নং ....................................................... ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি, উত্তরা জনপথ রোড শাখা, ঢাকা থেক................................. (কথায়ঃ ..................................................................) টাকা ঋণ গ্রহণ করে শিরোনামে বর্ণিত গাড়ীখানা খরিদ করি এবং ............................ইং তারিখ বিআরটিএ কর্তৃক ব্যাংক ও আমার যৌথ নামে উল্লেখিত রেজিষ্ট্রেশন নাম্বার প্রদান করেন।

১। উক্ত গাড়ীর চ্যাসিস নং.........................................., ইঞ্জিন..........................................., প্রস্তুতকারক কোম্পানী ................................... রং......................................., সিসি........................................।

২। আমি বিগত ........................................ ইং তারিখে ব্যাংকের ঋণের সমুদয় টাকা পরিশোধ করায় ব্যাংক কতৃর্ক আমার অনুকূলে দায়—বিমোচন পত্র—প্রেরণ করেন। দায় বিমোচন পত্রটি সঠিক ও বর্ণিত বিবরণ নিভূর্ল ও সত্য। গাড়ীখানা বর্তমানে আমার হেফাজতে আছে।

৩। আমার কতৃর্ক দাখিলকৃত ব্যাংকের দায় বিমোচন পত্রখানা গ্রহন করে দায়বদ্ধ নাম কর্তন করে আমার একক নামে নামজারী করার পর পরবর্তীতে যদি উক্ত গাড়ীর মালিকানা স্বত্ব নিয়ে কোন জটিলতার সৃষ্টি হয় এবং কাগজপত্রে কোন তঞ্চকতা প্রকাশ পায় সমস্ত দায়িত্ব আমি নিজে বহন করিব। বিআরটিএ কতৃর্পক্ষ কোন দায় দায়িত্ব বহন করিবে না। আমার নামে নামজারী বাতিলসহ বিআরটিএ কতৃর্পক্ষ যে সিদ্ধান্ত গ্রহন করিবেন তা আমি মেনে বাধ্য থাকিব। অন্যথায় আইনে আমলে আসিবে।

অতএব, জনাবের নিকট আরজ উপরিউক্ত গাড়ীর দায়বদ্ধ নাম কর্তন করে আমার একক নামে নামজারী করতে আপনার মর্জি হয়।



তারিখ............................ 
নিবেদক,


নামঃ .......................................................................
পিতার নামঃ ........................................................
স্থায়ী ঠিকানাঃ ....................................................
...................................................................................
মোবাইলঃ .............................................................



Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky