গাড়ী বিক্রয় নামা দলিল / গাড়ীর মালিকানা পরিবর্তন দলিল

“গাড়ী বিক্রয় নামা দলিল”

নামঃ............................................................................................................. পিতার নামঃ........................................................................................ মাতার নামঃ....................................................................................... স্বামী/স্ত্রীর নামঃ....................................................................................... ঠিকানাঃ..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................  জাতীয়তা— বাংলাদেশী, পেশা—ব্যবসায়ী, ধর্ম— সনাতন। জাতীয় পরিচয় পত্র নং- ৮৭১৮৩৮০৬৩৬, মোবাইলঃ ০১৯৯৫-০৮........৫১।

*** দলিল গ্রহিতা (ক্রেতা)

নামঃ............................................................................................................. পিতার নামঃ........................................................................................ মাতার নামঃ....................................................................................... স্বামী/স্ত্রীর নামঃ....................................................................................... ঠিকানাঃ.............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................. জাতীয়তা— বাংলাদেশী, পেশা—ব্যবসায়ী, ধর্ম— সনাতন। জাতীয় পরিচয় পত্র নং- ৮৭১৮২৫১২৮০৬৩৬, মোবাইলঃ ০১৯৯৫-০৮........৫১।

*** দলিল দাতা (বিক্রেতা)

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরণ করিয়া অত্র গাড়ী বিক্রয় দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমি অত্র দলিল দাতা একটি পুরাতন গাড়ী যাহার রেজি নং................................................................. চেসিস নং ....................................................., ইঞ্জিন নং ............................................................ তৈরী সন ..............................ইং প্রস্তুতকারক ..................................... অশ্বশক্তি ........................................সি,সি গাড়ী খানার ক্রয় সূত্রে মালিক বটে। বর্তমানে উক্ত গাড়ীটি বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি অত্র দলিল গ্রহিতা সংবাদ শুনিয়া বর্তমান বাজার মূল্য যাচাই করিয়া উহার সর্বোচ্চ মূল্য ............................................. (কথায়ঃ...........................................................................................................) টাকায় খরিদ করিতে চাহিলে আমি অত্র দলিল দাতা আপনার সাথে একমত হইয়া অদ্য রোজ হাজিরান মজলিশে নিম্ন স্বাক্ষরকৃত স্বাক্ষীগনের মোকাবেলায় নগদ ................................... (কথায়ঃ...........................................................................................................) টাকা এককালীন বুঝিয়া পাইয়া ও নিয়া উক্ত গাড়ী ও উহার প্রয়োজনীয় সমস্ত কাজগপত্র সহ সাফ বিক্রয় করিলাম।

অদ্যই গাড়ী খানা ক্রেতার বরাবরে বুঝাইয়া দিয়া চিরতরে নিস্বত্ববান হইলাম। অদ্য হইতে গাড়ী নামজারী আপনার নামে করিলে আমার কোন ওজর আপত্তি নাই বা অন্যান্য ওয়ারিশগন কেহ ওজর আপত্তি করিতে পারিবে না, করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে।

প্রকাশ থাকে যে, উক্ত গাড়ীটি নিস্কণ্টক অবস্থায় আপনার নিকট বিক্রয় করিলাম। অদ্য .................................ইং তারিখ হইতে গাড়ী খানার সর্বপ্রকার দায় দায়িত্ব ক্রেতার উপর বর্তাইবে। উল্লেখ্য যে, উক্ত গাড়ী খানার নামে পূর্বে যদি কোন প্রকার মামলা-মোকদ্দমা অথবা ট্রাক্স টোকেন এবং ফিটনেস বাকী থাকে তাহা হইলে আমি দলিল দাতা (বিক্রেতা) সমাধান করিয়া দিতে বাধ্য থাকিব এবং আমার ওয়ারিশগণ বাধ্য থাকিবে। মালিকানা পরিবর্তনের সময় কোন কাগজপত্রের প্রয়োজন হইলে বিক্রেতা তাহার যাবতীয় কাগজপত্র প্রদান করতে বাধ্য থাকিবেন। অদ্য.........................................ইং তারিখের পর হইতে উল্লেখিত গাড়িটির বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকাদ্দমা হইলে ২য় পক্ষ (ক্রেতা) উহার সমস্ত দায় দায়িত্ব বহন করিবেন।

এতদ্বার্থে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রয় নামা দলিল নিজে পড়িয়া উহার মর্ম ও ফলাফল অবগত হইয়া নিম্ন স্বাক্ষরকৃত স্বাক্ষীগনের মোকাবেলায় নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম।


স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
১।                                                                                                                    দলিল দাতার স্বাক্ষরঃ

                                                                                                                        (বিক্রেতা)

২।


৩।                                                                                                                    দলিল গ্রহিতার স্বাক্ষরঃ

                                                                                                                        (ক্রেতা)


===================================================================
“গাড়ী বিক্রয় নামা দলিল”

নামঃ সুব্রত কুমার দাশ, পিতাঃ নৃপেন্দ্র নাথ দাশ, মাতাঃ শেফালী রাণী দাশ, স্থায়ী ঠিকানাঃ গ্রাম— শিমুলবাড়ীয়া, শিমুলবাড়ীয়া, ডাকঘরঃ এল্লারচর—৯৪০০, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। জাতীয়তা— বাংলাদেশী, পেশা—ব্যবসায়ী, ধর্ম— সনাতন। জাতীয় পরিচয় পত্র নং- ৮৭১৮২৫১২৮০৬৩৬, মোবাইলঃ ০১৯৯৫-০৮........৫১।
*** দলিল গ্রহিতা (ক্রেতা)।

নামঃ মোঃ বিজন বিশ্বাস, পিতা— মোঃ সিরাজুল ইসলাম, মাতা— হামিদা ইসলাম, স্থায়ী ঠিকানা— গ্রাম— যাত্রাপুর, যাত্রাপুর, ডাকঘর— ধোপাদী বাজার—৭৩৫১, চৌগাছা, যশোর। জাতীয়তা— বাংলাদেশী, পেশা— চাকুরী, ধর্ম— ইসলাম। জাতীয় পরিচয় পত্র নং— ৪১১১১২৫০৬৯৮০০। মোবাইল নং— ০১৭১৭৫৭১৯৫১
*** দলিল দাতা (বিক্রেতা)।

পরম কর”নাময় আল্লাহর পবিত্র নাম স্মরণ করিয়া অত্র গাড়ী বিক্রয় দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেত আমি অত্র দলিল দাতা একটি পুরাতন ................. হিরো হাংক .................... গাড়ী যাহার রেজি নং ...................... ঢাকা মেট্রো ল— ১৮—১২৯৫....চেসিস নং—...........51F14D63DF46DF4SDF..................., ইঞ্জিন নং——................MSBRTEK45............, তৈরী সন ২০১৫ ইং, প্রস্তুতকারক ...ঐঊজঙ....অশ্বশক্তি —..........১৫০...সি,সি গাড়ী খানার ক্রয় সূত্রে মালিক বটে।

বর্তমানে উক্ত গাড়ীটি বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি অত্র দলিল গ্রহিতা সংবাদ শুনিয়া বর্তমান বাজার মূল্য যাচাই করিয়া উহার সর্বোচ্চ মূল্য— ১,০০,০০০/— (...............এক লক্ষ................) টাকায় খরিদ করিতে চাহিলে আমি অত্র দলিল দাতা আপনার সাথে একমত হইয়া অদ্যরোজ হাজিরান মজলিশে নিে” স্বাক্ষরকৃত স্বাক্ষীগনের মোকাবেলায় নগদ —১,০০,০০০/— (..........এক লক্ষ ............) টাকা এককালীন বুঝিয়া পাইয়া ও নিয়া উক্ত গাড়ী ও উহার প্রয়োজনীয় সমস্ত কাজগপত্র সহ সাফ বিক্রয় করিলাম।

এবং অদ্যই গাড়ী খানা ক্রেতার বরাবরে বুঝাইয়া দিয়া চিরতরে নিস্বত্ববান হইলাম। অদ্য হইতে গাড়ী নামজারী আপনার নামে করিলে আমার কোন ওজর আপত্তি নাই বা অন্যান্য ওয়ারিশগন কেহ ওজর আপত্তি করিতে পারিবে না, করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে।

প্রকাশ থাকে যে, উক্ত গাড়ীটি নিস্কণ্টক অবস্থায় আপনার নিকট বিক্রয় করিলাম। অদ্য ২৯/০১/২০২০ ইং তারিখ হইতে গাড়ী খানার সর্বপ্রকার দায় দায়িত্ব ক্রেতার উপর বর্তাইবে। উল্লেখ্য যে, উক্ত গাড়ী খানার নামে পূর্বে যদি কোন প্রকার মামলা—মোকদ্দমা অথবা ট্র্যাক্স টোকেন এবং ফিটনেস বাকী থাকে তাহা হইলে আমি দলিল দাতা (বিক্রেতা) সমাধান করিয়া দিতে বাধ্য থাকিব এবং আমার ওয়ারিশগণ বাধ্য থাকিবে। এক্ষেত্রে কোনরূপ অবহেলা থাকলে ক্রেতা বিক্রেতার বিরদ্ধে মামলা করতে পারবেন। মালিকানা পরিবর্তনের সময় কোন কাগজপত্রের প্রয়োজন হইলে বিক্রেতা তাহার যাবতীয় কাগজপত্র প্রদান করতে বাধ্য থাকিবেন।


এতদ্বার্থে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রয় নামা দলিল নিজে পড়িয়া উহার মর্ম ও ফলাফল অবগত হইয়া নিে” স্বাক্ষরকৃত স্বাক্ষীগনের মোকাবেলায় নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম, ইতি, তারিখ


স্বাক্ষীগণের স্বাক্ষর ঃ

১।                                                                                                             দলিল দাতার স্বাক্ষর ঃ
                                                                                                                (বিক্রেতা)

২।


৩।                                                                                                             দলিল গ্রহিতার স্বাক্ষর ঃ
                                                                                                                (ক্রেতা)

===================================================================
“গাড়ী মালিকানা হস্তান্তর দলিল”

নিজাম উদ্দিন, পিতা— মোঃ মেহের আলী,  গ্রামঃ খন্দক বাড়ীয়া, পোঃ উত্তর কতুয়া, থানাঃ শৈলকুপা, জেলাঃ ঝিনাইদহ। জাতীয়তা—বাংলাদেশী, ধর্ম—ইসলাম, পেশা—ব্যবসা। 
*** দলিল গ্রহিতা (ক্রেতা)।

ইলিয়াস ব্যাপারী,  পিতা— সোনা মিয়া ব্যাপারী, ঠিকানাঃ গ্রামঃ রাঙ্গামাটি, পোঃ জাহাঙ্গীরনগর, থানাঃ আশুলিয়া, সাভার, ঢাকা জাতীয়তা—বাংলাদেশী, ধর্ম—ইসলাম, পেশা—ব্যবসা।
*** দলিল দাতা (বিক্রেতা)।

পরম করুনাময় আল্লাহর পবিত্র নাম স্মরণ করিয়া অত্র গাড়ী বিক্রয় দলিলের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমি অত্র দলিল দাতা একটি পুরাতন পিক—আপ গাড়ী যাহার রেজি নং ঢাকা—মেট্রো—ট—১১—৭৫৪৬, চেসিস নং— কগ৭৫—০০১৫০৬৭ ইঞ্জিন নং—৭ক—০৭২০৭৫৬ তৈরী সন— ২০০৪ ইং প্রস্তুতকারক— ঞড়ুড়ঃধ ঔধঢ়ধহ, অশ্বশক্তি ১৭৮১ সি,সি গাড়ী খানা পূবালী ব্যাংক, জসিম উদ্দিন শাখা হইতে কিস্তির মাধ্যমে ক্রয় সূত্রে মালিক বটে। বর্তমানে উক্ত গাড়ীটি আমি দ্বিতীয় পক্ষ বিক্রেতা নগদ ৪,৬০,০০০/— (চার লক্ষ ষাট হাজার) টাকা এবং বাকী অবশিষ্ট ব্যাংকের ৩০ টি কিস্তি প্রতি কিস্তি ১৭৫৪৩ টাকা করে মোট ৫,২৬,২৯০/— (পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার দুইশত নব্বই) টাকা প্রথম পক্ষ ক্রেতা নিজ দায়িত্বে পরিশোধ করত সহ বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি গ্রহিতা ক্রেতা বর্তমান বাজার মূল্য যাচাই করিয়া উহার সর্বোচ্চ মূল্য মং—৯,৮৬,২৯০/— (নয় লক্ষ ছিয়াশি হাজার দুইশত নব্বই) টাকায় খরিদ করিতে চাহিলে আমি অত্র দলিল দাতা আপনি বিক্রেতার সাথে একমত হইয়া অদ্যরোজ হাজিরান মজলিশে নিম্নে স্বাক্ষরকৃত স্বাক্ষীগনের মোকাবেলায় নগদ মং—৪,৬০,০০০/— (চার লক্ষ ষাট হাজার) টাকা বুঝিয়া পাইয়া ও নিয়া উক্ত গাড়ী ও উহার প্রয়োজনীয় সমস্ত কাজগপত্র সহ সাফ বিক্রয় করিলাম।

অদ্যই গাড়ী খানা ক্রেতা বরাবরে বুঝাইয়া দিয়া চিরতরে নিস্বত্ববান হইলাম। উক্ত গাড়ীটির সমস্ত ব্যাংক কিস্তি পরিশোধের পর হইতে গাড়ী নামজারী আপনার নামে করিলে আমার কোন ওজর আপত্তি থাকিবে না এবং  ওয়ারিশগন কেহ ওজর আপত্তি করিতে পারিবে না, করিলেও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে। 

প্রকাশ থাকে যে, উক্ত গাড়ীটি নিস্কণ্টক অবস্থায় আপনার নিকট বিক্রয় করিলাম। অদ্য ০৭/১২/২০১০ইং তারিখ হইতে গাড়ী খানার সর্বপ্রকার দায় দায়িত্ব ক্রেতার উপর বর্তাইবে। উল্লেখ্য যে, উক্ত গাড়ী খানার নামে পূর্বে যদি কোন প্রকার মামলা—মোকদ্দমা অথবা ট্র্যাক্স টোকেন এবং ফিটনেস বাকী থাকে তাহা হইলে আমি দলিল দাতা (বিক্রেতা) সমাধান করিয়া দিতে বাধ্য থাকিব এবং আমার ওয়ারিশগণ বাধ্য থাকিবে। এক্ষেত্রে কোনরূপ অবহেলা থাকলে ক্রেতা বিক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারবেন। মালিকানা পরিবর্তনের সময় কোন কাগজপত্রের প্রয়োজন হইলে বিক্রেতা তাহার যাবতীয় কাগজপত্র প্রদান করতে বাধ্য থাকিবেন। 

এতদ্বার্থে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রয় নামা দলিল নিজে পড়িয়া উহার মর্ম ও ফলাফল অবগত হইয়া নিম্নে স্বাক্ষরকৃত স্বাক্ষীগনের মোকাবেলায় নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম, ইতি, তারিখঃ

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
   
১।
                                           দলিল গ্রহিতার স্বাক্ষরঃ
                                    (ক্রেতা)
২।

                                                                                                                   দলিল দাতার স্বাক্ষরঃ
৩।                                            (বিক্রেতা)

Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky