বরাবর,
উপ—প্রধান
রাজস্ব কর্মকর্তা,
রাজস্ব জোন—০৯,
ঢাকা ওয়াসা,
ঢাকা।
বিষয়ঃ পানির
মিটার হারানো প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন
এই যে, আমি ……………(নাম)……………, পিতাঃ …………………………, মাতাঃ ………………………, গ্রামঃ
………………………, ডাকঘরঃ ………………………, থানাঃ ……………………, জেলাঃ ………………… বাড়ী নং ......., রোড—........, সেক্টর—........,
উত্তরা, ঢাকা, ওয়াসা পানির হিসাব নং—..................., মিটার নং— .....................। বিগত ২৬/০৩/২০২৪
ইং তারিখ ভোর আনুমানিক ৫.০০ ঘটিকা হইতে ৬.০০ ঘটিকা সময়ের মধ্যে উক্ত পানির মিটারটি
যথাস্থানে আর খুজিয়া পাওয়া যাচ্ছে না। এই মর্মে আমি উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ
ডায়েরী করেছি, যাহার নং— .....................।
অতএব, জনাবের
নিকট বিনীত নিবেদন, আমাকে একটি নতুন মিটার স্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক
(....................................................)
বাড়ী নং ........,
রোড ...........,
সেক্টর ........,
উত্তরা, ঢাকা