বরাবর,
কমান্ডিং অফিসার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
র্যাব-০১, উত্তরা, ঢাকা-১২৩০।
বিষয়ঃ সন্ত্রাস, চাঁদাবাজি এবং ভূমি দস্যু কার্যকলাপ থেকে বাঁচার জন্য সুবিচার পাওয়ার আবেদন প্রসঙ্গে।
জনাব,
আরজ এই যে, আমি .................................., পিতাঃ ........................................, গ্রাম পোষ্টঃ উদয়কাঠি, থানা+জেলাঃ পিরোজপুর, লিয়াজোঁ অফিসার হিসাবে এলিট সিকিউরিটি সার্ভিসেস লিঃ (এলিট ফোর্স), বাড়ী # ০৩, রোড # ৬/এ, ব্লক # জে, বারিধারা, ঢাকা-১২১২ এ কর্মরত আছি। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পিএসসি (অবঃ), ঢাকাস্থ ভাটারা থানাধীন সাঈদ নগর, ১০০ ফিট রোড সংলগ্ন তাহার মালিকানাধীন একটি দোকান/শো-রুম দ্বিতীয় পক্ষদ্বয় ১। মোঃ সাইদুল ইসলাম, মোবাঃ ................................... ও ২। মোঃ হামিদুল ইসলাম, মোবাঃ ............................................., সাং-সাঈদ নগর, ১০০ ফিট রোড সংলগ্ন, থানা- ভাটারা, ঢাকা এর নিকট বিগত ০১ লা সেপ্টেম্বর ২০২০ ইং হইতে চুক্তি মোতাবেক ভাড়া প্রদান করেন । অত্র আবেদনের বিবাদী মোঃ রবিউল মৃধা, মোবাঃ ......................, পিতাঃ অজ্ঞাত, বর্তমান সাং- সাঈদ নগর, ১০০ ফিট রোড সংলগ্ন, থানাঃ ভাটারা, ঢাকা। আমার স্যারের উক্ত শো-রুম/দোকানের ভাড়াটিয়াকে গত ১৩/০৯/২০২০ইং তারিখে এবং ১৯/০৯/২০২০ইং তারিখে এবং বিভিন্ন সময় উক্ত রবিউল মৃধা এবং রবিউল গং উচ্ছেদ করিয়া দোকানটি দখল করার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে। এ মর্মে উক্ত ভাড়াটিয়া ভাটারা থানায় একটি জিডি করেন, যাহার নং- ৯০৫, তারিখ: ১৭/০৮/২০২০ ইতিপূর্বেও উক্ত রবিউল মৃধা এবং রবিউল গং বিভিন্নভাবে দোকানের মালিককে বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে আসছে। থানা থেকে তদন্ত অফিসার বলার পরও উনার কথার কোন তোয়াক্কা না করে আমরা ডিউটিরত নিরাপত্তা কর্মীদের উক্ত গং বিভিন্ন রকম হুমকি দেয় এবং গতকাল ১৯/০৯/২০২০ইং রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে দোকানে তালা মেরে দিবে বলে হুমকি প্রদান করে। বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুবিচার পাওয়ার জন্য আবেদন দাখিল করতে বিলম্ব হল।
অতএব, প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়ে সু-বিচার পাওয়ার জন্য জনাবের নিকট একান্ত মর্জি কামনা করছি।
সংযুক্ত জিডি ০৪ (চার) কপি।
মোঃ হায়দার আলী
মোবাইল নং- ০১৭১১০০০০০০
তারিখ: ২০/০৯/২০২০ইং