চাকুরীর মেয়াদ বর্ধিতকরণের জন্য আবেদন

তারিখঃ ৩০-০৫-২০২৪
 
বরাবর
অধ্যক্ষ
উত্তরা টাউন কলেজ
উত্তরা, ঢাকা-১২৩০।

বিষয়ঃ চাকুরীর মেয়াদ বর্ধিতকরণের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং আমি উত্তরা একাডেমিক ফাউন্ডেশনের একজন সদস্য। আগামী ৩১-১২-২০২৪ইং আমার চাকুরীকালীন মেয়াদ পরিসমাপ্ত হতে যাচ্ছে। আমার মেয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে CSE- বিষয়ে অধ্যয়নরত। আমার ঢাকায় কোন স্থায়ী নিবাস নেই। এমনকি একটি ফ্ল্যাট কিংবা জমিও নেই। এমতাবস্থায় আমাকে আরো অন্তত দুটি বছর শিক্ষকতার কার্যক্রম চালিয়ে যাবার জন্য আপনার সদয় বিবেচনা ও কলেজ পরিচালনা পর্ষদের অনুমোদন একান্ত প্রয়োজন। উল্লেখ্য যে, আমরা দু'ভাই একই ক্লাশে পড়তাম। আজ আমার সে বড় ভাই বেঁচে নেই। প্রাইমারী স্কুল থেকে আমার বয়স আমার বড় ভাইয়ের বয়স থেকে এক বছর বেশি দেয়া হয়। আমরা তখন এ ব্যাপারে লক্ষ্য করি নাই। যাক, সার্টিফিকেটে আমার জন্ম তারিখ ০১-০১-১৯৬৫ ইং। আর আমি শিক্ষকতার পেশায় ১৯৯২ সালে আসলেও উত্তরা টাউন কলেজে যোগদানের তারিখ ১৮-১১-১৯৯৮ ইং।

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, আমাকে আরো কিছু সময় আপনার পবিত্র শিক্ষাঙ্গনে উন্নয়নের ধারার সাথে তাল মিলিয়ে কার্যক্রম চালিয়ে যাবার অনুমতি দানে বাধিত করতে মর্জি হইবেন। যদি এই কলেজে সেবাদানের সুযোগ পাই তাহলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।


বিনীত নিবেদক


মোঃ আরমান সালেহ
সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ,
উত্তরা টাউন কলেজ, উত্তরা, ঢাকা-1230
মোবাইলঃ ০১৮১৪-০০০০০০


Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky