নমিনির নামে টাকা হস্তান্তর এর আবেদন নমুনা

তারিখ:.......................

বরাবর, 
ম্যানেজার, 
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড,
গরিবে নেওয়াজ এভিনিউ শাখা, 
উত্তরা, ঢাকা-১২৩০। 

বিষয়: নমিনির নামে টাকা হস্তান্তর প্রসঙ্গে।

মহাত্মন, 
যথাবিহীত সন্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী/স্বাক্ষরকারীনি .......................... (Name-English), পিতা/স্বামী/ভাই/বোনঃ মৃত ..........................., এনআইডি নং— ..............................., ঠিকানা: বাড়ী—......, রোড—......., সেক্টর—........., উত্তরা, ঢাকা—১২৩০; একাউন্ট নং— ................................, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গরীবে নেওয়াজ এভিনিউ শাখা। আমার পিতা/স্বামী/ভাই/বোন বিগত ১৪/১২/২০২১ইং তারিখে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার নামে আপনার ব্যাংকে একাউন্ট নাম্বারঃ ০৮৬১৩৪০০০৫৫৭২ এ কিছু টাকা জমা আছে। বর্তমানে আমি উক্ত টাকার একমাত্র নমিনি হিসেবে উপরে উল্লেখিত আমার ব্যাংক একাউন্টে হস্তান্তরের আবেদন করিতেছি। 

অতএব, আপনার সমীপে প্রার্থনা উপরোক্ত বিষয়াবলী বিবেচনা করে আমার স্বামীর নমিনি হিসেবে আমার একাউন্টে টাকা হস্তান্তর করিতে আপনার সুমর্জি হয়। 

বিনীত নিবেদিক /নিবেদিকা,


...................নাম..................
পিতা/স্বামী/ভাই/বোনঃ মৃত ...........................
এনআইডি নং— .........................., 
ঠিকানা: বাড়ী—....., রোড—....., সেক্টর—......, উত্তরা, ঢাকা—১২৩০।
সঞ্চয়ী হিসাব নং— ...............................,
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, 
গরীবে নেওয়াজ এভিনিউ শাখা, উত্তরা, ঢাকা।
মোবাঃ ০১৫১৪- ০০০০০


Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky