সেলস রিপ্রেজেন্টেটিভ (এস. আর) পদে নিয়োগের জন্য আবেদন নমুনা

তারিখঃ ২৭/০৭/২০২৪ ইং

বরাবর,
বিক্রয় উন্নয়ন কার্যালয়,
মিল্লাত কেমিক্যাল কোং লিঃ,
নবসৃষ্ট প্লট নং—১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা—১২০৮।

বিষয়ঃ “সেলস রিপ্রেজেন্টেটিভ (এস. আর)” পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, বিগত ১৬/০৭/২০২৪ ইং তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে “সেলস রিপ্রেজেন্টেটিভ (এস. আর)” পদে ২০০ জন লোক নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ আনুসাঙ্গিক কাগজপত্র আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে আপনার প্রতিষ্ঠানে “সেল্স রিপ্রেজেন্টেটিভ (এস. আর)” পদে নিয়োগ দান করতে জনাবের একান্ত মর্জি হয়।


বিনীত নিবেদক

(আবু দাউদ সানা)


সংযুক্ত কপিঃ
০১। জীবন বৃত্তান্ত
০২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৩। পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
০৪। সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

{getProduct} $button={Download Now} $price={Free} $free={yes} $icon={download}

Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky