তারিখঃ ২৮/০৭/২০২৪
ব্যবস্থাপনা পরিচালক,
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
১৭ গ্রীন রোড, ঢাকা-১২০৫।
বিষয়ঃ ডা: ............................. (DR0123456) সাহেবের বাসায় AC প্রদান প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ..............., EX-123, সরাইল, বি-বাড়িয়াতে কর্মরত আছি। আমার কর্ম এলাকায় একজন গুরুত্বপূর্ণ ডাঃ চৌধুরী ...................... FCPS CHILD প্রতি বৃহঃস্পতিবার ও শুক্রবার সরাইল ও নাসিরনগর চেম্বার করে প্রতিদিন ১২০/১৫০ জন রোগী দেখেন। প্রতি Prescription এ আমাদের Product Support দিয়ে থাকেন। উক্ত ডাক্তার সাহেব নাসিরনগরে নিজের বাসার জন্য ১.৫ টন ওয়ালটন কোম্পানির AC চেয়েছেন। উক্ত AC এর বর্তমান বাজার মুল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা ।
উল্লেখ্য যে, উক্ত ডাক্তার সাহেব মাসিক 4a Gift পেয়ে থাকেন এবং তিনি উক্ত Gift টি বন্ধ করে এসি দেওয়ার জন্য অনুরোধ করেন । উক্ত ডাক্তার সাহেবকে AC প্রদান করলে আমাদের Prescription এবং Sales বৃদ্ধি পাবে এবং T-Cef, Azimex, M-Kast, Dicephin ইত্যাদি প্রোডাক্ট এর Prescription Support দিবেন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উক্ত বিষয় বিবেচনা করতে আপনার একান্ত মর্জি হয়।
নিবেদক,
......................
EX-123
সরাইল, বি-বাড়িয়া।