বিস্মিল্লাহির রাহমানির রাহিম
বাড়ী বিক্রির বায়না চুক্তিপত্র
আলপনা বেগম, স্বামী— খন্দকার মোশারফ হোসেন, পিতা— মৃত মোঃ আকরামুজ্জামন, মাতা— মোসাঃ আসমা খাতুন, ঠিকানা— ৬/১, জবেদ আলী রোড, ময়মনসিংহ, জাতীয়তা— বাংলাদেশী, ধর্ম— ইসলাম, পেশা— গৃহিনী।
......................১ম পক্ষ/বিক্রেতা।
....................................................., পিতা— ............................................... মাতা— ..............................................., ঠিকানাঃ .................................................
গ্রাম— ..............................................., ডাকঘর— ................................................, উপজেলা— ......................................, জেলা— .................................................। জাতীয়তা— বাংলাদেশী, ধর্ম— ইসলাম, পেশা— ব্যবসা।
...................২য় পক্ষ/ ক্রেতা।
পরম করুনাময় আল্লাহর নাম স্মরন করিয়া অত্র চুক্তিপত্রের বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমি ১ম পক্ষ আলপনা বেগম, স্বামী— খন্দকার মোশারফ হোসেন, পিতা— মৃত মোঃ আকরামুজ্জামন, মাতা— মোসাঃ আসমা খাতুন, ঠিকানা— ৬/১, জবেদ আলী রোড, ময়মনসিংহ বর্ণিত তফসিলভুক্ত বাড়ীটির দলিলমুলে মালিক বটে তাই আপনি ২য় পক্ষ.....................................................
পিতা— ............................................... মাতা— ..............................................., ঠিকানাঃ .................................................গ্রাম— ..............................................., ডাকঘর— ................................................, উপজেলা— ......................................, জেলা— .................................................কে আমার নগদ টাকার প্রয়োজনে জমি বিক্রির প্রস্তাব করি। বর্তমান বাজার দর অনুযায়ী আপনি ২য় পক্ষ বাড়ী ক্রয় করে নিতে আগ্রহ প্রকাশ করেন। নিম্নের শর্তসাপেক্ষে চুক্তি সম্পাদন করা হইল।
চলমান পাতা—০২
পাতা—০২
শর্তসমূহঃ
১। জমির পরিমাণ ২.৩২ শতাংশ। বর্তমান জমির বাজার মূল্য ৬৪,০০,০০০/— (চৌষট্টি লক্ষ) টাকা নির্ধারন করা হইল।
২। ২য় পক্ষ ১ম পক্ষকে জমির বায়না বাবদ নগদ ২০,০০,০০০/— (বিশ লক্ষ) টাকা নগদ প্রদান করেছেন। বাকী টাকা আগামী ২০/০৯/২০২২ইং তারিখের মধ্যে পরিশোধ করিয়া জমি খারিজ, খাজনা এবং যাবতীয় রেজিষ্ট্রির কাজ সম্পাদন করার সময় ২য় পক্ষ ১ম পক্ষকে প্রদান করিবেন।
৩। যদি আগামী ২০/০৯/২০২২ইং তারিখের মধ্যে ২য় পক্ষ বাকী টাকা পরিশোধ সহ দলিল সম্পাদন না করিতে পারিলে উক্ত চুক্তিনামা দলিল বাতিল বলিয়া গণ্য হইবে। এবং অগ্রীম জামানত বাজেয়াপ্ত হইবে। এতে ২য় পক্ষ কোন প্রকার ওজর আপত্তি করিতে পারিবেন না।
সম্পত্তির তফসিলঃ
জেলাঃ ময়মনসিংহ, উপজেলা— সদর, মৌজাঃ গোহাইলকান্দি। জে এল নম্বর— ৭৪ এস, এ— ৪৫৯ নং দাগ নং— ৭৭১, সি, এস খতিয়ান – ৩৭১, দাগ নং— ৪৫৯, বি, আর এস খতিয়ান নং— ১৭৬, দাগ নং— ৪১৬, জমির পরিমান = ২.৩২ শতাংশ।
জমির চৌহদ্দি
উত্তরেঃ মিয়া হোসেন গং।
দক্ষিণেঃ খন্দকার মনোয়ারুল ইসলাম।
পূর্বেঃ জবেদ আলী রোড।
পশ্চিমেঃ মিয়া হোসেন গং।
চলমান পাতা—০৩
পাতা—০৩
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিনামা দলিল পাঠ করিয়া ও অন্যের দ্বারা পাঠ করাইয়া উহার মর্ম ও ফলাফল ভালভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষীগণের মোকাবেলায় আমরা উভয় পক্ষ নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিয়া দিলাম।
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
০১। ১ম পক্ষ বায়না দাতার স্বাক্ষর
০২। ২য় পক্ষ বায়না গ্রহিতার স্বাক্ষর
০৩।