বিসমিল্লাহির রাহমানির রাহিম
পিক আপ ভাড়ার চুক্তিপত্র
স্বপন কুমার, পিতা— রাখাল কুমার, মাতা— মৃত শেফালী রানী, স্থায়ী ঠিকানাঃ হোল্ডিং নং—৩২৫, গোয়ালটেক, ডাকঘরঃ ফায়দাবাদ মাদ্রাসা, দক্ষিণখান, ঢাকা—১২৩০, পেশাঃ ব্যবসা, জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ হিন্দু, জাতীয় পরিচয় পত্র নং— ৩২৭৪৫৮৪১৪৭
......................১ম পক্ষ/ গাড়ীর মালিক
মোঃ আব্দুল হান্নান, পিতা— ওজিউল্লাহ সরকার, মাতা— জরিনা খাতুন, স্থায়ী ঠিকানাঃ গ্রাম— ভোলানাথ, পোঃ মোছাপুর বাজার, থানা— মাগুরা, জেলা— মাগুরা। পেশাঃ ব্যবসা, জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম, জাতীয় পরিচয় পত্র নং— .................................., ড্রাইভিং লাইসেন্স নং— এক০৩৩৬০৪৪খ০০০০০
......................২য় পক্ষ / গাড়ীর ভাড়াটিয়া চালক
নিম্মলিখিত শর্ত মোতাবেক উক্ত গাড়িটি ভাড়া প্রদান করা হলো ঃ
পিক আপ এর বিবরণঃ
০১। টাটা ইএক্স—২ পিক আপ, মডেল—২০২৩, রেজিঃ নং— ঢাকা মেট্রো—ন—২৩—৩৫৩৪, ইঞ্জিন নং— ২৭৫ওউও০৫ঐণঢঝ৬৫৬০৬, চেসিস নং— ৪৪৫২৩৫গ৫জ৩০১৫৯৩, গাড়ীটি ২য় পক্ষকে মাসিক চুক্তিতে ভাড়া প্রদান করা হইলো।
চলমান পাতা—০২
পাতা—০২
০২। প্রথম পক্ষ তাহার ব্যবসায়িক অংশীদার এনামুল হাসান (রবিন) এর সাথে বিগত ২০/০৩/২০২৪ ইং তারিখে স্ট্যাম্প নম্বরঃ খল—৯১৩১৪৪৫ থেকে খল—৯১৩১৪৮৪ পাতা নোটারীর মাধ্যমে ব্যবসা শুরু করেন, যাহার ব্যবসায়িক নাম ফ্রেন্ডস ডিংকিং ওয়াটার। ব্যবসায়িক পার্টনার হিসেবে অংশীদার স্বপন কুমার উক্ত ব্যবসায়ের ৫০% মালিক আছেন। বর্তমানে স্বপন কুমার ফ্রেন্ডস ডিংকিং ওয়াটার নামীয় ব্যবসা থেকে অব্যাহতি নেওয়ার জন্য এবং উক্ত ব্যবসায়ে তাহার মূলধন ফেরত পাওয়ার জন্য উক্ত গাড়ীটি ভাড়া প্রদান করে আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে তাহার প্রাপ্য অংশ বুঝিয়া নিবেন।
০৩। উক্ত গাড়ীটি কিস্তির মাধ্যমে ক্রয় করা হয়েছিল, যাহার ডাউনপেমেন্ট ছিল ১,৬০,০০০/— (এক লক্ষ ষাট হাজার) টাকা। কিস্তি চলমান, এমতাবস্থায় গাড়ীর যে কোন ধরনের সমস্যা, কিস্তি না দেয়ায় গাড়ীটি কোম্পানী ফেরত নিয়ে গেলে ১ম পক্ষ তার জন্য কোন দায়ভার গ্রহণ করিবেন না, উক্ত গাড়ীটির যাবতীয় দায়ভার এখন হতে এস.টি পিওর ড্রিংকিং ওয়াটার এর স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল হান্নান বহন করিবেন।
০৪। ভাড়ার পরিমাণ মাসিক ২০,০০০/— (বিশ হাজার) টাকা। যাহা মাস শেষে পরবতীর্ ১০ তারিখের মধ্যে ২য় পক্ষ ১ম পক্ষকে নগদে পরিশোধ করিবেন।
০৫। গাড়ীটির ফুয়েল / জ্বালানী ২য় পক্ষ বহন করিবেন। মবিল সার্ভিসিং এবং গ্যারেজ ভাড়া ২য় পক্ষ বহন করিবেন।
০৬। গাড়ীর যন্ত্রাংশ ত্রুটির জন্য মেরামত খরচ ২য় পক্ষ ভাড়াটিয়া বহন করিবেন।
০৭। ২য় পক্ষ অবশ্যই নিজ দায়িত্বে সতর্কতার সহিত নিরাপদে গাড়ীটি চালাবেন। কিন্তু দুর্ঘটনা বশত যদি গাড়ীর কোন ক্ষতি বা চুরি হয়ে যায় তবে ২য় পক্ষ সম্পূর্ণ গাড়ীর জরিমানা প্রদান করিতে বাধ্য থাকিবেন।
চলমান পাতা—০৩
পাতা—০৩
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য শরীরে, অন্যের বিনা প্ররোচনায় অত্র গাড়ী ভাড়ার চুক্তিনামা দলিল পাঠ করিয়া ও অন্যের দ্বারা পাঠ করাইয়া উহার মর্ম ও ফলাফল ভালভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষীগণের মোকাবেলায় আমরা উভয়পক্ষ নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিয়া দিলাম। ইতি, তারিখ—........................
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
১। ১ম পক্ষ/মালিকের স্বাক্ষর
২।
২য় পক্ষ/ভাড়াটিয়ার স্বাক্ষর
৩।
৪।
৫।
{getProduct} $button={Download Now} $price={Free} $free={yes} $icon={download}