মাসিক গাড়ী ভাড়ার চুক্তিপত্র
১ম পক্ষ
মোঃ বাদল, পিতাঃ ইসব সর্দার, মাতাঃ ফিরোজা বেগম, ঠিকানাঃ গ্রাম- সুরাবাড়ী, ডাকঘর-
কাশিমপুর-১৩৪৬, গাজীপুর সদর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। পেশাঃ ব্যবসা,
ধর্ম-ইসলাম, জাতীয়তাঃ বাংলাদেশী, জাতীয় পরিচয়পত্র নং- ৬৮৫ ৮৯৩ ২২৭৭।
২য় পক্ষ
রায়হান মিয়া, পিতাঃ কাশেম মিয়া, মাতাঃ রেহানা বেগম, ঠিকানাঃ গ্রামঃ বামেরচর, ডাকঘরঃ
মোহনগঞ্জ-২৪৪৬, থানাঃ মোহনগঞ্জ, জেলাঃ নেত্রকোনা। । পেশাঃ ড্রাইভার, ধর্ম-ইসলাম, জাতীয়তাঃ বাংলাদেশী, জাতীয়
পরিচয়পত্র নং- ৬৯১ ০৯৫ ৭৫৬৯।
অত্র ভাড়ার চুক্তিপত্র ১ম পক্ষের স্বত্ত্ব
একটি গাড়ী (প্রাইভেট কার) যাহার নং- ঢাকা মেট্রো- গ-৩৫-৩৪৯৮, মাসিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ভাড়ায় স্থির করে ভাড়া প্রদানের ঘোষণা করিলে ২য়
পক্ষ গাড়ি ভাড়া নিতে রাজী হন। যার চুক্তিপত্র উপর্যুক্ত প্রথম পক্ষ ও দ্বিতীয়
পক্ষের মধ্যে অদ্য ০২-১২-২০২৪ ইঙ তারিখে সম্পাদিত হলো । চুক্তিপত্র সম্পাদনের দিন অগ্রিম
০১ (এক) মাসের বডি ভাড়া বাবদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা প্রথম পক্ষকে প্রদান করিলেন।
গাড়ি ভাড়া চুক্তির
বিবরণী এবং শর্তসমূহঃ
০১। চুক্তিপত্র সম্পাদনের দিন গাড়ীর কাগজপত্র দ্বিতীয় পক্ষ
প্রথম পক্ষের কাছ থেকে বুঝে নিয়ে নিজ দায়িত্বে গাড়ি সংরক্ষন করিবেন ।
চলমান পাতা-০২
পাতা-০২
০২। প্রতি মাসের গাড়ির ভাড়া এবং অন্যান্য পাওনা (যদি থেকে
থাকে) তা পরবর্তী মাসের সাত (০৭) তারিখের মধ্য পরিশোধ করতে হবে।
০৩। মাসের ভাড়া ও অন্যান্য বিল (যদি থেকে থাকে) পরিশোধে
ব্যর্থ হলে ১৫ দিনের (পনের) দিনের মৌখিক নোটিশ প্রদান সাপেক্ষে চুক্তি বাতিল করা
হবে।
০৪। গাড়ির ১,০০০/- টাকা পর্যন্ত সকল ধরনের মেরামত ২য় পক্ষ
বহন করবেন । ইঞ্জিন, গিয়ার
বক্স, গিয়ার ওয়েল,
টায়ার,
বডি নষ্ট হলে ১ম পক্ষ মালিক বহন করবেন। দুর্ঘটনার ক্ষেত্রে ১ম
পক্ষ ও ২য় পক্ষ এক সাথে বসে আলোচনার মাধ্যমে খরচ বহন করিবেন।
০৫। গাড়ি সময়মত মবিল পরিবর্তন করতে হবে, যাহার খরচ ২য়
পক্ষ বহন করবেন । মবিল ৫০০০
কি মিঃ
চলার পর পরিবর্তন করতে হবে।
০৬। গাড়িতে কোন অবৈধ পণ্য বহন করা যাবে না । সে ক্ষেত্রে দ্বিতীয়
পক্ষ এর দায়ভার বহন করবেন। গাড়িতে কোন পুলিশ কেস হলে সে ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ এর
দায়ভার বহন করবেন ।
চলমান পাতা-০৩
পাতা-০৩
অত্র চুক্তিপত্রের মেয়াদ ০৬ (ছয়) মাস বহাল
থাকবে । মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হলে ১ম পক্ষ ও ২য় পক্ষ এক সাথে বসে আলোচনা করে
বৃদ্ধি করবেন।
অত্র চুক্তি পত্রের মূলকপি ১য় পক্ষের নিকট
এবং ফটোকপি ২য় পক্ষের নিকট রহিল ।
এতদ্বার্থে উভয়পক্ষ অত্র চুক্তিপত্র
পড়িয়া শুনিয়া এবং ইহার যাবতীয় শর্ত সম্যক অবগত হইয়া উপস্থিত স্থাক্ষীগণের
সম্মুখে অত্র চুক্তিপত্র সম্পাদন করিলাম ।
স্বাক্ষীগণের স্বাক্ষর ০১।
০২।
০৩। |
১ম পক্ষের স্বাক্ষর
(মোঃ বাদল)
২য় পক্ষের স্বাক্ষর (রায়হান মিয়া)
|