বরাবর,
সভাপতি / সাধারণ সম্পাদক,
আর.জি.বি.এস সমিতি,
আর.জি.বি.এস সমিতি,
বাড়ী- ০০, রোড-০০, সেক্টর-০০,
উত্তরা, ঢাকা-১২৩০।
বিষয়ঃ সমিতিতে জমাকৃত টাকা উত্তোলনের জন্য আবেদন।
বিষয়ঃ সমিতিতে জমাকৃত টাকা উত্তোলনের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শণপূর্বক বিনীত নিবেদন এই যে, আমার ছেলে ...................................... আপনাদের সমিতির একজন সদস্য ছিলেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, তিনি বিগত ..................................... ইং তারিখে হার্টের সমস্যাজনিত কারনে হঠাৎ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইটি রাজিউন)। এমতাবস্থায় আমি তাহার পিতা আর.জি.বি.এস সমিতিতে তাহার একাউন্টটি চালানো আমার পক্ষে সম্ভব নয়। তাই সমিতিতে তাহার সদস্যপদটি বন্ধ করে তাহার জমাকৃত টাকা উত্তোলনের জন্য আবেদন করছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন, আমি যাতে তার জমাকৃত টাকা পাইতে পারি, তার বিহীত ব্যবস্থা গ্রহণে একান্ত মর্জি হয়।
স্বাক্ষীগণের স্বাক্ষর ১।
২।
৩।
| বিনীত নিবেদক
(মোঃ আব্দুল হাকিম) মোবাঃ ……………………… |
সমিতিতে জমাকৃত টাকা উত্তোলনের নমুনা আবেদন ডাউনলোড করুন