মূল সনদ/ডি.পি.এস কার্ড হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরী করার নমুনা আবেদন



তারিখঃ ................................

বরাবর,
অফিসার ইনচার্জ
টঙ্গী পূর্ব থানা,
জি.এম.পি, গাজীপুর।

বিষয়ঃ সাধারণ ডায়েরিভুক্তি করার আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী ............................................, পিতাঃ ................................................., মাতাঃ ......................................................., বর্তমান ঠিকানাঃ গ্রামঃ ...................................., পোঃ ....................................., থানাঃ .................................., ডিএমপি, গাজীপুর, এই মর্মে থানায় হাজির হইয়া জানাইতেছি যে, গত .................................ইং তারিখে কলেজ গেইট হইতে টঙ্গী বাজার যাওয়ার পথে আমার এস.এস.সি মুল সার্টিফিকেট ও মার্কসিট হারিয়ে যায়। সেশন - ২০১৮, বোর্ডঃ ঢাকা, রোলঃ ........................, রেজি নং- ...................................। বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করিয়া তাহা পাই নাই, বিধায় উক্ত বিষয়ে একটি সাধারন ডায়েরি করা একান্ত প্রয়োজন ।

অতএব, জনাবের নিকট আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি সাধারন ডায়েরিভুক্ত করিতে মর্জি হয়।



বিনীত নিবেদক


(......................................................)
মোবাইলঃ ০১৬২৫০০০০০০

=========================================================

তারিখঃ 

বরাবর,
ভারপ্রাপ্ত কর্মকর্তা, 
জয়দেবপুর থানা, গাজীপুর।

বিষয়ঃ একটি সাধারণ ডায়েরীর জন্য আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ২০/০৩/২০২৩ ইং তারিখে জয়দেবপুর চৌরাস্তা থেকে বাড়িতে যাওয়ার পথে আমার একটি ডি.পি.এস এর কার্ড হারিয়ে যায়। যাহার বিকাশ নং- ০১৭২৫২৫২৫২৫। যাহাতে আমি টাকা-পয়সা সঞ্চয় করি। অনেক খোঁজাখুঁজির পরেও তাহা খুঁজে পাওয়া যায়নি।  এই  বিষয়ে আপনার থানায় একটি সাধারণ ডায়েরীর করার জন্য অনুরোধ করছি। 

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার ডি.পি..এস এর কার্ডের বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে আপনার থানায় একটি সাধারণ ডায়েরী করে বাধিত করিবেন।


নিবেদক 


মোঃ আলমগীর হোসেন 
মোবাঃ ০১৭১৪-০০০০০০

Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky