পরামর্শক নিয়োগ চুক্তিনামা দলিল নমুনা

বিসমিল্লাহির রাহ্মানির রাহিম
পরামর্শক নিয়োগ চুক্তিনামা
শ্রাবন্তী ট্রেড ইন্টারন্যাশনাল, প্রোপাইটরঃ এ. এইচ রফিক, পিতাঃ মোঃ জুলফিকার আহমেদ, সাং- ১৫/২, মালিবাগ, ঢাকা। অফিস ঠিকানাঃ ১/৪৫, মালিবাগ, ঢাকা। পরিচয়পত্র নং- ১৯৬৮২৬৯৯৩৫০০০০০০, জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম, পেশাঃ ব্যবসা। 
................১ম পক্ষ

১) মোঃ সাইফুর রহমান সাইফ, পিতা— মোঃ ইসহাক চৌধুরী, পরিচয়পত্র নং— ১৯৯৩২৭৮৭৮৭, ঠিকানা— বাসা—০১, গ্রাম/রাস্তা— ০৪, ফায়দাবাদ, ডাকঘর— উত্তরা— ১২৩০, উত্তরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। 

২) মোহাম্মদ মেহেদী হাসান, পিতা— মোহাম্মদ আবদুল মোতালেব মিয়াজি, পরিচয় পত্র নং— ৮৪৫৪১৫২১৫১, ঠিকানা— বাসা/হোল্ডিং নং- মিয়াজী বাড়ি, গ্রাম/রাস্তাঃ গোয়ালভাওর, ডাকঘরঃ লুধুয়া-৩৬৪০, মতলব উত্তর, চাঁদপুর। 
...................২য় পক্ষদ্বয়

আমি প্রথমপক্ষ অঙ্গীকার করছি যে, আমার প্রতিষ্ঠানের অনুকূলে দ্বিতীয় পক্ষদ্বয় ১ লক্ষ ৫০ হাজার টন (কম/বেশি) ৩/৪ ডাউন পাথর (ভিয়েতনাম ও চায়না) ব্যাতিরেকে যে কোন দেশ থেকে ইকনোমিক জোন চট্টগ্রাম সাইডে সরবরাহের কার্যাদেশের কনসালটেন্সি হিসেবে ৫০ টাকা পার মেট্রিক টনে পাবেন। এ কার্যাদেশ পাওয়ার পর লোকাল এলসির ব্যবস্থা করে দিবেন। কাজ শুরু হওয়ার পরে কনসালটেন্সি ফি বাবদ দ্বিতীয়পক্ষ দ্বয়কে ৫০ টাকা বিলে বিলে পরিশোধ করা হইবে। প্রথমপক্ষ বিলে বিলে টাকা পরিশোধ না করিলে দ্বিতীয় পক্ষদ্বয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারিবেন। আরও উল্লেখ থাকে যে, কোন কারনে কার্যাদেশ নাপাইলে উক্ত চুক্তিপত্রটি দ্বিতীয়পক্ষ প্রথমপক্ষকে ফেরত দিতে বাধ্য থাকিবেন এবং উক্ত চুক্তি পত্রটি দেশের সর্ব আদালতে বাতিল বলিয়া গণ্য হইবে। 

কার্যাদেশ পাওয়ার পর ১ম পক্ষের কারনে কাজ নিয়ে কোন ঝামেলা হলে ১ম পক্ষ তা সমাধান করবে এবং কতৃর্পক্ষের কারনে কোন ঝামেলা সৃষ্টি হলে ২য় পক্ষদ্বয় ১ম পক্ষকে সাথে নিয়ে তা সমাধানের চেষ্টা করবেন। 
চলমান পাতা—২

পাতা— ২
দ্বিতীয়পক্ষ গণ তাহাদের মেধা, শ্রম, অভিজ্ঞতা, কনসালটেন্সী দক্ষতা ও যোগ্যতা দিয়ে এবং কনসালটেন্সী/পরামর্শক ফি এর বিনিময়ে কাজের কার্যাদেশ প্রাপ্তিতে ও কাজ সম্পাদনে সহযোগিতা করিবেন। 

কাজের ধরণঃ
১। কার্যাদেশ প্রদানের কতৃর্পক্ষঃ 
২। প্রকল্পেরনামঃ                    মিরেশ্বরাই ইকোনোমিক জোন
৩। কাজেরবিবরনঃ                ৩/৪ ডাউন পাথর (ভিয়েতনাম ও চায়না) ব্যাতিরেকে যে কোন দেশ থেকে 
৪। সরবরাহের পরিমানঃ        ১ লক্ষ ৫০ হাজারটন (কম/বেশি)
৫। সরবরাহের মূল দরঃ         ৪,২০০ টাকা প্রতি মেট্রিকটন (ভ্যাট ও ট্যাক্স মুক্ত)
৬। কতৃর্পক্ষগণ পাবেনঃ         ১৫০ টাকা প্রতি মেট্রিকটন 
৭। সমন্নয়কারীদ্বয় পাবেনঃ    ৫০ টাকা প্রতি মেট্রিকটন
৮।  ডেলিভারী সাইডঃ            মিরেশ্বরাই ইকোনোমিক জোন
৯। বিলিং সিস্টেমঃ                 ১০০% লোকাল এলসি
১০।  পেমেন্ট সিস্টেমঃ               মিনিমাম ২ হাজার টন পর পর 
১১। কার্যাদেশ গ্রহনকারী প্রতিষ্ঠানঃ     শ্রাবনী ট্রেড ইন্টারন্যাশনাল
১২। আনলোডঃ                       অথোরিটি  বাই ইকুইপমেন্ট

শর্তাবলীঃ
১. এই চুক্তিনামা শুধুমাত্র পরামর্শকদের জন্য প্রযোজ্য।

২. প্রথম পক্ষ শ্রাবন্তী ট্রেড ইন্টারন্যাশনাল হইতে মিরেশ্বরাই ইকোনোমিক জোনে সরবরাহ সংক্রান্ত কার্যাদেশ সম্মানী/পরামর্শক ফি হিসেবে সমন্নয়কারীদ্বয়কে মোট কার্যাদেশের প্রতি মেট্রিকটন ৫০ টাকা হারে চুক্তিনামার শর্ত সংযুক্ত পেমেন্ট সিডিউল মোতাবেক প্রদান করিবেন। 

৩. ১ম পক্ষ ১০০% লোকাল এল/সি প্রাপ্তির পরে প্রতি মেট্রিকটনে ৫০ টাকা পরামর্শ ফি হারে কনসালটেন্ট/পরামশর্কগণ দ্বয়কে প্রদান করিয়া দিতে বাধ্য থাকিবেন। 

চলমান পাতা—৩

পাতা—০৩
৪. উক্ত পরামর্শক ফি হিসেবে যেই টাকা ১ম পক্ষ ২য় পক্ষদ্বয়কে প্রদান করিবেন তাহা অবশ্যই দ্বিতীয় পক্ষদ্বয়ের হালাল উপার্জন বলিয়া গন্য হইবে। এখানে উল্লেখ থাকে যে প্রথমপক্ষ অবশ্যই পরামর্শক ফি এর টাকা দেশের আয়কর অনুযায়ী কর পরিশোধের মাধ্যমে ২য় পক্ষদ্বয়কে প্রদান করিবেন। এক্ষেত্রে ১ম পক্ষের সার্বিক সহযোগীতা কাম্য। 

৫. প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষদ্বয়ের পরামর্শক ফি দিতে অনিহা প্রকাশ করিলে কিংবা কোন অযুহাত দেখিয়ে না দেয়ার চেষ্টা করিলে দ্বিতীয় পক্ষদ্বয় ১ম পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন। 

৬. অত্র চুক্তিনামার মেয়াদ কাল দ্বিতীয় পক্ষগণের পারামর্শক ফি সম্পুর্ন পরিশোধ না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে। 

৭. এই চুক্তিনামাটি কেবলমাত্র শ্রাবন্তী ট্রেড ইন্টারন্যাশনাল হইতে মিরেশ্বরাই ইকোনোমিক জোনে সরবরাহ সংক্রান্ত কার্যাদেশ প্রদানে বহাল থাকিবে। 

৮. প্রথমপক্ষ সরবরাহকারী প্রতিষ্ঠান এল/সি পাওয়ার পরে মিরেশ্বরাই ইকোনোমিক জোনে ৩/৪ ডাউন পাথর (ভিয়েতনাম ও চায়না) ব্যাতিরেকে যে কোন দেশ থেকে সরবরাহ কার্যক্রম শুরু করিবে। 

৯. কার্যাদেশের পরিমান কম বেশী হইলে পরামর্শক ফি ও আনুপাতিক কম/বেশীহইবে। 

১০. চুক্তিপত্রে উল্লেখিত ১ম পক্ষের শ্রাবন্তী ট্রেড ইন্টারন্যাশনাল এর ৩/৪ ডাউন পাথর (ভিয়েতনাম ও চায়না) ব্যাতিরেকে যে কোন দেশ থেকে সরবরাহের কার্য সম্পাদনের ক্ষেত্রে ব্যার্থতার দায়ভার কিংবা ভূলভ্রান্তি হইলে কার্যাদেশ প্রদানকারী কতৃর্পক্ষের কোন সিদ্ধান্তের দায়ভার পরামর্শকগণ বহন করিবেন না।  

পরামর্শক ফি প্রাপ্তির হার নিম্নে প্রদান করা হইলঃ সর্বমোট কার্যাদেশের পরিমান ১,৫০,০০০ টন। প্রতিটনে ৫০ টাকা হিসাবে সর্বমোট পরামর্শক ফি এর পরিমান ৭৫,০০,০০০/— টাকা। 

ক্র. নং

নাম  

প্রতি মেঃ টনে ফি এর পরিমান

টোটাল ফি এর পরিমান

পরামর্শক ফি প্রাপ্তিরহার

মোঃ সাইফুর রহমান সাইফ

২৫ টাকা

৩৭,৫০,০০০/-

৫০%

মোহাম্মদ মেহেদী হাসান

২৫ টাকা

৩৭,৫০,০০০/-

৫০%


চলমান পাতা—০৪

পাতা—০৪
উক্ত প্রকল্পের কার্যক্রম চলাকালীন সময়ের মধ্যে দ্বিতীয়পক্ষ পরামর্শকগণের যদি কোন ব্যক্তি মৃত্যুবরন করেন, সেই ক্ষেত্রে উত্তরাধীকার সূত্রে আসল দাবীদারই হবেন মৃত ব্যক্তির প্রাপ্য টাকার অংশীদার এবং এই ব্যাপারে সকল পক্ষদ্বয় সার্বিক সহযোগিতা করিয়া উক্ত দাবিদারকে পরামর্শক ফি বুঝাইয়া দিবেন। 

উভয় পক্ষের মধ্যে অত্র চুক্তিনামায় বর্নিত কোন অনুচ্ছেদের কার্যকারীতার বিরোধ পরিলক্ষিত হইলে তাহা নিজেদের মাধ্যমে নিষ্পত্তি না হইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী উভয়পক্ষই আদালতের আশ্রয় গ্রহণ করিতে পারিবেন। 
অত্র কার্যাদেশের কার্য সম্পন্ন হওয়ার পর পুনরায় একই কার্যাদেশের পরিমান বর্ধিত হইলে অত্র চুক্তিনামা বলবৎ থাকিবে। 
আমরা উভয়পক্ষ অত্র পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তিনামার লিখিত বিষয়সমূহ আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ন সত্য ও সঠিক মানিয়া এবং কোন প্রকার ভূল বা মিথ্যা তথ্য প্রকাশ করা হয় নাই মর্মে স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ শরীরে ও মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র সমঝোতা চুক্তি নামাটিনিজেরা পাঠ করে এবং অন্যের দ্বারা পাঠ করিয়ে, বুঝে আমাদের নিজ নিজ নামে সই স্বাক্ষর সম্পাদন করিলাম। ইতি, তারিখঃ ................................................ইং। 

 স্বাক্ষীগণের স্বাক্ষরঃ

প্রথমপক্ষের স্বাক্ষর


এ. এইচ রফিক

১। 

 


২।  

দ্বিতীয় পক্ষ পরামর্শকদ্বয়ের স্বাক্ষরঃ


১। মোঃ সাইফুর রহমান সাইফ  

৩।


২। মোহাম্মদ মেহেদী হাসান



Post a Comment

Previous Next

نموذج الاتصال

Clicky