বরাবর
হেড অফ ই-বিজনেস ডিভিশন
ডাচ বাংলা ব্যাংক পিএলসি
৪৭, মতিঝিল, সি/এ, ঢাকা-১০০০।
বিষয় : পেমেন্ট রিলিজ করার আবেদন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের পজ মেশিন TID-59045781, MID-00059701245454 ব্যবহার করে আসছি। গত 29/04/24 তারিখে কার্ড নং 552985xxxxx2014 এর মাধ্যমে 250,000/- টাকা পেমেন্ট গ্রহণ করি। যার APP CODE 04173 s এবং কাস্টমার প্রোডাক্ট বুঝে পায়, কিন্তু ভুলবশত প্রয়োজনীয় ডকুমেন্ট না রাখায় তা প্রদানে ব্যর্থ হই এবং আমার পেমেন্ট হোল্ড করা হয়।
তাই আমি সম্মত হচ্ছি যে, পরবর্তীতে কাস্টমার যদি এ ব্যাপারে কোন অভিযোগ করে তাহলে তার সকল দায় আমি গ্রহণ করব।
অতএব, মহোদয়ের নিকট আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করে পেমেন্টটি রিলিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক
(দেবাশীষ রায়)
North Tower
Shop no#205, (1st Floor),
Sector#07, Uttara, Dhaka.
Phone No. 01875-521212